রাজনীতিটা ফেসবুকেতেই
মাঠে কেউ আর নামেন না!
জয়বাংলার শ্লোগান তুলে
কেউ কেন আর ঘামেন না?
চলছে কিরে? দেখছো নারে!
যা দেখা যায় সংবাদে
মুজিব সেনা ঘরের কোনে
দ্বন্দ্ব কিসের ব্রোজেন দা?
জঙ্গিবাদী সাম্প্রদায়িক
সম্প্রীতিটা বোঝে না!
ওরা শুধু রক্ত খোঁজে
তালিবানদের দ্যাখেন না?
পরিযায়ী পাখি যতো
খামচে ধরে ক্ষমতা
ময়না পাখি যাচ্ছে গেয়ে
উন্নয়নের নামতা.....!
অন্নবস্ত্র স্বাস্থ্যশিক্ষা
ঘরদুয়ারে দুর্নীতি
রোহিঙ্গারা ঘাড়ের ওপর
চলছে কেমন কূটনীতি?
বঙ্গবন্ধুর বাংলাদেশে
আদর্শিক আর মানুষ নাই?
তবুও মোরা যাচ্ছি গেয়ে
সবার সেরা গেন্দু ভাই.....!
°
°
°
বঙ্গবন্ধুর বাংলাদেশ
__________________ রশিদ ভাই।
পনেরো আট একুশ