ওহে সত্যান্বেষী -
অসম যুদ্ধক্ষেত্র -হেরে যেতে কতক্ষণ!
জেনেশুনে বেঘোরে - কেন হারাবে প্রাণ!?

ওহে কাপুরুষ -
অসম যুদ্ধক্ষেত্র!
তাতে হয়েছেটা কী!?
জীবন কি এতটাই দামী!?
জেনে রাখো......
এই দেহে প্রাণ - আছে যতক্ষণ
লড়ে চলেছি আমি - লড়ে যাবো আমরণ।।

                                         =অসম যুদ্ধ=
                                          ইবনে মিজান
                                         ০৮-০৯-২০১৮