প্রথমে আমার বুকের ডান দিকে গুলি চালালেন,
অতঃপর, বামদিকে একটা
দুইটা গুলি খাওয়ার পর সেখান থেকে সরাসরি হাসপাতালে।
ডাক্তার অন্য একজন রোগীর অপারেশন করছিলেন
বুকে দুইটা গুলি, বের করা প্রয়োজন, দেরি হলে তো মরে যাবো!
দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছি,
অস্থিরতা বেড়েই চলেছে....
এমন সময়
ঘুমটা ভেঙে গেল।
এখন ঐ গুলি দুইটা কিভাবে বের হবে?