তারা ফিরেছে প্রাণের মায়াতেই!
তন্মধ্যে, দু-চারটে গাধার বাছুরও আছে, যাদের জন্মই হয়েছে ভুল করার জন্য।
ওদের গৃহসঙ্গনিরোধ নিশ্চিত করুন। যেকোনো উপায়ে!

এদিকে ______
নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারটা নিয়ন্ত্রণ করুন
নইলে, দুর্ভিক্ষ ঠেকাতে-লুটপাট শুরু হতে পারে।

ধর্মযোদ্ধারা,
দোয়া প্রার্থনা করবেন?
খুউব ভালো কথা, করতে থাকুন।
কিন্তু, অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না!
সচেতনতা ছড়িয়ে দিন।

সরকারি বাহাদুরগণ ____________
অহেতুক শব্দব্যয় না করে, ডাক্তার-রোগী এবং জনতার নিরাপত্তা বিধানে জোরদার পদক্ষেপ নিন। গুজব প্রতিরোধে লাঠি প্রয়োগ অব্যাহত থাকুক।

মালিকপক্ষ ____________
শিপমেন্ট বাতিলের হতাশায়
কিংবা -
রাষ্ট্রীয় সহযোগিতার আশায়
কপাল না চাপড়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আর ______
উনি-ইনি-আপনি-আমি
কেউ-ই অচেতন নই,
সুতরাং, মেনে চলি-সহযোগিতার হাত বাড়াই।
কাণ্ডজ্ঞানহীন ছোটাছুটি বিপজ্জনক!

°
°
°
____________ রশিদ ভাই।
বাইশ তিন কুড়ি