কিছু দেখছি না ভাই!
আমার চক্ষু দুইটা কাঠের ফ্রেমে বাঁধা
এ শালা মুর্খ নাকি?
আমি বিশ্বসেরা গাধা!
কিছু শুনছি না ভাই!
আমার কর্ণকুহর পুরোপুরিই বধির
আবে গাধা আমিই!
তবুও, সত্য শুনতে অধীর...
কিছু বলছি না ভাই!
আমার ঠোঁটের ডগায় বিনে সুতোয় গাঁথা
এতটা মুর্খ তুমি?
আরে আমিই তো সে, নাম্বার ওয়ান গাধা!
কিছু লিখছি না ভাই!
আমার বিচারবুদ্ধি কলম খাতা সবাই বনবাসে
এই শালা গাধা নাকি?
বেহুদা, খিলখিলিয়ে হাসে!
#গাধা
___ রশিদ ভাই।
তেরো নয় তেইশ
আবে হালায়
আমি গাধা তুমি গাধা গাধা জগতময়
সত্য পথের পথিক যারা তাদেরই হবে জয়....