তোমাদের কী করে বিশ্বাস করি, বল তো?
ঐ বিপত্তারক বিধাতাকে কতো নামেই ডাকছো
দৃশ্যতঃ লেবাসপরস্তি, প্রাণ জুড়িয়ে যায়!
অথচ, তারই নির্দেশের ব্যতিক্রম ঘটিয়ে মরতে বসেছো!
ওরে, বোকার স্বর্গে ধোঁকা দেয়া নিজের জন্যই ক্ষতিকর
স্রষ্টার পুজো না করে অভাগী মহাবিশ্বের সৃষ্টিতে ভোঁতা মাথাটা ঠুকে কী লাভ?
ওহে গোপালকৃষ্ণ মোহাম্মদ
ওতে শুধুশুধু মাথাটা ফাটিয়ে রক্ত ঝরানোই হয়!
না মেলে আল্লাহ
না মেলে ভগবান
আরও কত-শত নাম!

°
°
°
লেবাসপরস্তি
ইবনে মিজান