পরিকল্পিত অভিযান!
ওসি, এসিল্যান্ড, এস আই, ডি আই বি, কনস্টেবল, দাঙ্গা পুলিশ, মহিলা পুলিশ এবং একজন সাংবাদিক সবমিলিয়ে প্রায় ৩০-৩৫ জনের টিম!
পুরো বাড়িটা ঘেরাও
বাড়িতে ছয়জন,
মিথ্যে অভিযোগে গ্রেফতার
প্রতিবাদে পিটুনি!
টিভি পত্রিকা লোকমুখে
রাতারাতি ছারখার!
তারপর! তারপর?
ভ্রাম্যমাণ আদালত
অভিযোগ অস্বীকার
সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই
জরিমানায় ছাড়বে
হঠাৎ'ই একটা ফোন!
স্যার স্যার স্যার স্যার
বিচারক উঠে দাঁড়ায়
কক্ষ ছেড়ে পাশের কক্ষে গমন
৪৫মিনিটের কথোপকথন!
অতঃপর?
নিয়মিত মামলা দায়ের
থানা-পুলিশ আদালত
জেলখানায় পাঁচদিন
লাখের খাতায় জামিন
তদন্ত রিপোর্টে করণিক ভুল
একে একে তিনবার!
আঠারো মাসে বছর
অবশেষে তদন্ত রিপোর্ট গৃহীত।
তারপর?
বিচারকার্য শুরু
আত্মপক্ষ সমর্থনে
বলার কিছুই নাই
"আমি নিরাপরাধ
অপরাধ করি নাই!"
সাক্ষী প্রমাণ তলব
এসিল্যান্ড, এস আই, পুলিশ সাক্ষী,
যাদের সাক্ষীতে কিছুই প্রমাণিত হয় নাই!
এরপর পাবলিক সাক্ষী;
তারা সাক্ষী হলো কিভাবে?
সাক্ষীতে নাম কে লেখালো?
সেটাই তো জানেনা!
বিচারক ভালো ছিলেন
উকিলবাবু ভালো ছিলেন
ঐ পুলিশেরাও ভালো ছিলেন
এসিল্যান্ড এস আই কনস্টেবল?
সকলেই ভালো ছিলেন!
কলকাঠি নাড়ল নওয়াজের বাপ
জেল হাজতে যেতে হলো, না করেও পাপ!
সত্যের ধর্মই জিতে যাওয়া
সবশেষে সত্যই জিতে গেছে।
কী হয়েছিলো ঘটনার দিন?
সেকথা বলবো,
নিশ্চয়ই বলবো, আরেকদিন।
°
°
°
[আরেকদিন: একটি গল্পের ফুটনোট]