তোমাদের পৃথিবীতে
আমি অন্য মানুষ
ধিকিধিকি বুক জ্বলে
ওড়াও তুমি রঙ্গিন ফানুশ!
আমি নই বন্ধু কারো
নই কারো প্রিয়জন
আমি এক ভাঙ্গা কুলো
খুব-ই ছোটো প্রয়োজন!
সূর্যের নীরবতায়
আকাশটা পুড়ে যায়
কষ্টেরা দানা বাঁধে
মেঘজাল উড়ে যায়!
আমি নই স্বপ্ন কারো
নই কারো পথের সাথী
রই আমি একাকিনী
নিঃসঙ্গ ছায়াবীথি!
তোমাদের পৃথিবীতে
আমি অন্য মানুষ
ধিকিধিকি বুক জ্বলে
ওড়াও তুমি রঙ্গিন ফানুশ!!