কানে তুলো গুঁজে
গল্পের পেছনের গল্পটা শুনতে চাই!
অনুগ্রহপূর্বক,
তোমরা আমায় গল্প বলো না
ওসব শুনলে অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে হয়,
যাকে বলে মরণ যন্ত্রণা
কেন ভুলে যাও?
ঐ প্রত্যেকটা গল্পের পেছনে একেকটা জীবন আছে!
যেখানে কিছু কিছু জীবন নরকে পরিনত হয়!
সেই নরকে জীবনের গল্পটা বড় অসহায়!
অথচ, নরকের মূল্য যৎসামান্য
বড়জোর দুই চার দশ টাকা!
অবশ্যই,
নরকের গল্পটা হবে
অবশ্যই হবে আরেকদিন।