একখান  জব্বর বিজ্ঞাপন!!
                  ইবনে মিজান
***************************
বুইঝলেন সম্মানিত চাঁদু মহাশয়,
আপনেরে  বিজ্ঞাপনদাতা মনে হয়!
ভেবেছিলুম আপনি আমাদের, অতি আপন।
ও মা! একি! এ যে দেখি-লম্পটের নষ্টচরিত্র-
প্রকাশের পয়জনিং, হুমকিমূলক বিজ্ঞাপন!!

চিটিংবাজিতে মহাশয়,-
কেউ আছে কি আপনের মতন?
যতদূর মনে কয়- সেতো আর কেউ নয়!
সেতো আপনের লম্পটশ্রেষ্ঠ মহাজন!

ছাত্র-পাত্র সবাই ছুইড়লো শতকোটি প্রশ্ন?
তবুও আপনার চাঁদিখানা- হলোনা'তো উষ্ণ!
সত্যিই আপনি মহামানব! এক্কেরে নাতিশীতোষ্ণ!!

দেইকছেন বাবু, হচ্ছেটা কী?
- মহাজনের সকল কুকর্ম ফাঁস!
পাবলিক গেছে ভীষণ ক্ষেপে!
রেডি কইরছে, আইক্ক্যালা বাঁশ!!

এইবার বাবু কইরবেন কি?
-দেখতাছি আপনের অকূল সব্বনাশ!!
কন কী বাবু! সাবাশ! সাবাশ!
"যারা কইরবে বিরোধিতা - প্রতিবাদী হামলা
তাদের বিরুদ্ধে ঠুইকে দেবেন - মানহানি মামলা"!!
ঠগবাজিতে মহাশয়, আপনেরা সত্যই অতি মহান!
"পাইছেন আবার! একখান  জব্বর বিজ্ঞাপন"!!

১৬.৫৯/২৪.০৯.২০১৭