সম্রাট আকবর, মসনদে বসে, শাসন করেন দেশ, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে, সবাই কাছে আবেশ। সেই মীরাবাঈ, ভজন গায়ে কৃষ্ণের প্রেমের ছায়া, আকবরের মন যেনো ভরে, শুনে তার সেই কাহন-গাথা।

আবুল ফজল বলে হেসে, “রাজা, আনবেন কি তাকে? দরবার ভরে দেবীর গানে?” রাগে সম্রাট কেঁপে ওঠে, “দেবীকে আনবো প্রকাশ্যে, এ কেমন বুদ্ধি তোর? তাঁর মতো পবিত্র সুর, দূর থেকেই শোভন সবার।”

মীরা গেয়ে যান কৃষ্ণ প্রেমে, সম্রাট শ্রোতা মুগ্ধ, ধর্মের বেড়া পেরিয়ে যেন, মন পেল মুক্তি সদা। হিন্দু-মুসলিম রঙ মিলে যায়, এক মোহন আলোকে, ধর্মের যত ফারাক মুছে, এক প্রেম আসে ঢেকে।

আকবরের ঐ পথ ধরে চলি, সহিষ্ণুতা সবার মানি, প্রেম আর বন্ধুতার সুরে, গড়ি নতুন বাংলাদেশখানি। ধর্ম যার যার, দেশটা সবার–– আসুক সেই আলো, আকবরের মতো মহৎ হোক মন, তবেই মিটবে কালো।