এদেশের প্রজারা বিশ্বের বাজারে
এগিয়েছে বহুদূর অর্থের পাচারে!!
শিমচোর মনু মিয়া ধরা খেলে বাদাড়ে
দিনভর পিটুনিতে মরেনা সে আহা রে!
বিচারের বানী আর কাঁদেনি তো আঁধারে
চোখ দিলো গেলে তার হাত দিলো কেটে রে!!
মনেমনে ঘৃণা করি মুখে কিছু বলি না
সবকিছু দেখে যাই জনেজনে বলি না।
রাজকোষ খালি করে দিলো যেই চামারে
তারে দেখি বসে আছে গুনীদের কাতারে!
বড়সড় মহারথী আসেনি তো বিচারে!
শিমচোর মনুরথী বাঁচেনি তো আহা রে!!
বিচারিক আদালতে রথী কেন আসে না?
অসহায় মনু মিয়া চুরি আর করে না!