মানুষ জানে, "একদিন মরে যাব"
তবুও বেঁচে থাকার নানান খেলা খেলে।  
হিসেবের বাইরে, কত কিছু করে,  
সকালের সূর্য উঠলেও-
ডুবে থাকে আত্মার অন্ধকারে।  

প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেয় জোয়াল,
নিজের ভুলকে তুলে দেয় পরের ঘাড়ে।  
সুমতির আশা তো কখনোই আসে না,  
মানুষ; ধোঁকা দিয়ে চলে-
নিজেকে, আর অন্যদেরও।  

কেউ ভালো নেই, তবুও করে সুখের অভিনয়
মনের ভেতরে কাঁদে, কিন্তু মুখে হাসি চিরকাল।  
কেউ কষ্টে ডুবে, কেউ দুঃখের পাহাড় ডিঙাতে চায়
এত বড় বাধা, তবুও জীবনের পথে ছুটে যায়।  

মানুষ বেঁচে থাকে অলীক স্বপ্নে
তবুও একদিন মরে যায়, হারিয়ে যায়।  
সবকিছু ভেসে যায় অতল গহ্বরে
বিস্মৃতি হয়ে যায় বিশ্বের চোখে।  

এই তো জীবন,
ধোঁকা আর অভিনয়—  
জন্ম থেকে মৃত্যু অবধি,
স্রেফ, একটা খেলাই তো!  
মানুষ,
কিছুই শেষ করতে পারে না,  
তবুও -
বেঁচে থাকার অভিনয়ে ছুটে চলে নিরন্তর,  
শেষ পর্যন্ত হারিয়েই যায়—  
বিস্মৃতির অতল গহ্বরে!