"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ......"
মৃত্যুকে মেনে নিয়ে কে যেন চিৎকার করছে!
বাতাসটা ভারী ভারী লাগছে!
শোষকের অট্টহাসির কর্কশ সুর ভেসে আসে-
নিপীড়িতের হাহাকার, আহাজারি আর কান্নার রোল, নির্যাতিতার করুণ আর্তনাদ কানে বাজে !
রাখাইন কাঁদছে, অসহায় কাঁদছে, নির্যাতিত -নিপীড়িত মানুষগুলো কাঁদছে -শোষকেরা হাসছে!
এক্ষুনি খুন হল দু'বছরের রাইসা!
একটিও গুলি খরচ হয়নি-
পা'দুটো ধরে জ্যান্ত চিড়ে ফেলা হয়েছে,
যেমনি করে ৭১এ বাংলার যীশুকে চিড়ে হত্যা করেছিল পাকি সেনারা! উহ, কি নির্মমতা,
এ যেন সেই নির্যাতনের পুনঃ প্রদর্শন!
পাশেই পড়ে আছে ১৬ বছরের সোফিয়া!
চোখ দুটো তাকিয়ে আছে শুভ্র মেঘেঢাকা আকাশপানে-
কি যেন বলতে চাইছে!
চিৎকার করে বলতে চাইছে-
হে বিশ্ববিধাতা, আমার অসহায় কান্না, বাবার আহাজারি, ছোট বোনটার মৃত্যু যন্ত্রণা - কিছুই দেখোনি তুমি! নাকি তুমিও মুখ ফিরিয়ে নিয়েছ হৃদয়হীন, দয়ামায়াহীন মানুষগুলোর মত!
সোফিয়ার শরীরের প্রতিটি দাগ চিৎকার করছে!
চিৎকার করে বলতে চাইছে পশুদের অত্যাচার আর নির্মমতার সেই দু:সহ বেদনার্ত কাহিনী!
এ যেন ৭১ এর বীরাঙ্গনা সুফিয়ার প্রতিচ্ছবি!
নাফ নদীর পানির রং বদলেছে!
বিস্ময়কর! বিস্ময়কর রং ধরেছে
পৃথিবীর আর কোন নদীতে লাল রংয়ের পানি নেই!
লাশ! লাশ! লাশ! ভেসে আসছে নাফের পানিতে
আবাল-বৃদ্ধ-বনিতার লাশ! অগণিত মানুষের লাশ!
আর কোন নদীতে সমাহিত হয় না মানুষ!
সত্যিই বিস্ময়কর!
মুক্তিযুদ্ধকালে বাংলার নদীজলে যেমন করে ভাসিয়েছিল বাঙালীর লাশ!
এ যেন আরেক একাত্তরের ভয়াল প্রকাশ!!
০৭-৯০২০১৭/২৩.৫৯