একটি ঘরের নির্মাণ শ্রমিকেরা মদ্যপান করতেন
কিছুসংখ্যক চোর ডাকাত লুটেরা খুনির দেয়া অর্থে
ঘরটির নির্মাণ ব্যয় নির্বাহ করা হয়,
বর্তমানে
একজন দায়িত্বশীল লেবাসধারী ব্যক্তি ঘরটির দেখভাল করছেন।

আজকাল দলেদলে উঁচুনিচু সুফি সাধু সন্ন্যাসী এবং
পাপীতাপী নারীপুরুষ সেখানে পবিত্র হতে আসেন!
অথচ, যিনি সকলকে পবিত্র করবেন
তিনি কখনোই সেখানে আসেন না!
অগত্যা,
আমিও তাকে ডেকেছি বহুবার
তিনি আসেন নি
দৈব চয়নে বলেন,
"হেথায় ডেকো না, আমি যেথাসেথা যাই না!"



°

°

°



একটি ঘর।