কী লিখবো?
কিনারা মেলে না!
মুমূর্ষু পৃথিবী;
অস্তিত্ব সংকটে মানবকূল
অস্থির সময়ে বর্তমান!

ঘরে থাকলে _______
আবার দেখা হবে বন্ধু,
রমনার বটমূলে, পান্তা-ইলিশ শুঁটকি ভর্তার বাঙ্গালীয়ানায়, ঢাক-ঢোল দোতারায়; অতঃপর, নজরুলের কবিতায়!

শুভ হোক ১৪২৭ বঙ্গাব্দ
প্রাণ ফিরে আসুক প্রতি প্রাণে।।

🎭 শুভ নববর্ষ 🎡

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾