আমার সফলতা আমার স্বপ্নে,
অথচ কি আশ্চর্য
পর্দার ফাকঁ দিয়ে সামান্য আলোটুকু সহ্য হয়না,
আমরা অনেক অবুঝের কাজ করি,
আমি ধ্বংস হই
তুমি আসবে বলে,
ধ্বংস নিশ্চিত তুমি অনিশ্চিত,
যেদিন থেকে তোমাকে পাব বলে ভেবেছি,
তারপর আর কোন যুদ্ধে জয়লাভ করিনি,
আমি শেষ হয়ে যাব, অচেনা স্রোতের শূকনো পাতার মতো,
বজ্রপাতের মতো, আগূনেরও পার্থক্য আছে ঠিক যন্ত্রনার মতো,
যত বড় হবে
শূভ অশূভের ব্যবধান কমে যাবে,
আমরা অনেককিছু হারিয়ে ফেলি সময়ের সাথে,
আমরা যখন খুব ক্ষুধার্ত থাকি
তখন বাচঁতে চাই,
যখন পরিপূর্ণ হই মরতে চাই,
আত্তার কাছে সবকিছু মূল্যহীন,
একজন আমাকে বলল,সত্য ও মিথ্যা কি? সত্য আমার আত্তা,
মিথ্যা আমার অস্তিত্ব,
আমার ভুলগূলো হল হিংসা,
আর আমার ভুল হচ্ছে তোমার মাঝে সমস্ত কিছু খোঁজা,
তোমাকে অর্থবহ করে তোলা