''লাস্ট ইভিনিং অন দি আর্থ''
মো ছাদেক ইবনে সালেক
সে রাতে তোমার টিপ নির্বাচনের স্থান ঠিক হয়নি
রাতটি ছিল দীর্ঘ
ছাদ থেকে অনবরত ধোয়াঁর উদগীরনে
পরী তোমার আবাসস্থল নষ্ট হয়
নেমে এসো না পতন হবে, ধোয়াঁর আস্তরনে আমার আহবান শূননি,
অন্য পথের পথযাত্রী কিভাবে কত সহজে বললে
চললাম ভাল থেকো, ভিতরের কিছু বের হতে আমাকে অস্থির করে, রক্তবমিও আমাকে শান্ত করেনি,
আরো কিছু বাকি ছিল, ভয়ংকরভাবে ভেংগে যাচ্ছিল আমার আকাশ তুমি দেখলে কাদঁতে কিনা জানিনা,
সারারাত আমি আমাকে টেনে ছিড়ে খেয়েছি, আমার এই মৃত্যু ছিল ক্ষুধার্ত কাকের মত,
কোন মৃত্যুর সাথেই আমার যুদ্ধ হয়না,
জন্মের আযান কানে লও, তোমার অনবরত জন্ম, আমার দ্বিতীয় স্বাভাবিক মৃত্যু..
_____