দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় জন্ম দিনে
বাবা বললো যাবে মা? দেব বই কিনে।
সাথে সাথেই আমি রাজি
মাকে বলি চল সাজি
বই মেলাতে যাব,
মাও খুশি শুনে কথা
তবু মুখে কাজের কথা
এত কাজ লক্ষী সোনা, সময় কি আজ পাব?
দ্রুত হাতে কাজ সারে মা
তৈরী করে সকালের চা
মনে খুশির ঢেউ,
এতটুকু আমার মেয়ে
খুশি হবে বই পেয়ে
ভাল লাগার এমন কথা কদাচ শুনে কেউ।
তৈরী হলাম আমি আগে
যাব বলে শাহবাগে
মা আমি আর বাবা,
আমার মনে পুলক নাচন
বাবার সাথে সোহাগ কথন
কখন গিয়ে পৌঁছবো মেলায়, কি বই কিনে দেবা?
নিরাপত্তার নিয়ম মেনে
বাবার সাথে মাকে টেনে
বইয়ের রাজ্যে ঢুকি,
ছোট্ট ছোট্ট ঘরের মাঝে
মিষ্টি করে যত্নে সেজে
বইগুলি দেয় উঁকি।
মন বলে এখানে যাই
দৌড়ে দেখি ওখানে কি পাই
চোখে মুখে হাসি
বাবা ছিল বইয়ের পোকা
আমায় দেখে আজ সে বোকা
মন তার আজ বই-এ নাই, আমায় দেখেই খুশি।
বইগুলো সব হাতে ধরে
মেলা হতে ফিরি ঘরে
রাজ্য জয়ের সুখে
দাদু বলে দেখি পড়ে
বই নিয়ে যাই দূরে সরে
কপট রাগে তাকিয়ে সবাই জড়িয়ে ধরে বুকে।