টুনটুনিটা বসে ঠাঁয় অচঞ্চল পায়
কিছুতেই যেন তাড়া নেই
মারকুটে ফিঙ্গেটাও যেন সুবোধ বালক
সদা চঞ্চল, উন্নত শির নূজ্য স্থবির;
ওদের আজ মন ভালো নেই, আমারও তাই।
শালিকটাকে ডাকি
আমার প্রিয় শালিক
প্রতিদিন হুমরি খেয়ে পরে
আজ আমার উঠোন ফাঁকা
ওর কোন ভ্রুক্ষেপ নেই আমার ছড়ানো দানায়;
ওর আজ মন ভালো নেই, আমারও তাই।
লক্ষীপেঁচাটা রোজ বড্ড জ্বালায়
মধ্য রাতে ঘুম চটে যায়
ক্ষেপে গিয়ে বিছানায় উঠে বসি, ওর টুঁটি ধরবো বলে
আজ রাতে একবারও ডাকেনি ও;
ওর আজ মন ভালো নেই, আমারও তাই।
দোয়েল, শ্যামা, ময়না, টিয়ে
গান শুনে চিনি, খুঁজে নেই পাতার ফাঁকে
বিধুর মধুর গান, মন জাগে আবার ঘুমায়
আজ গান নেই, রং নেই
বিরান পরে আমার শূন্য ভূমি;
ওদের আজ মন ভালো নেই, আমারও তাই।