(এক)
এক পা দিতে এক পা টলে
পঙক্তি চলে হেলে দুলে
সামনে দুটি হাত বাড়িয়ে
আছড়ে পরে মায়ের কোলে।

(দুই)
শালিক ছানা মান করেছে
মুখ করেছে ভার
খেলার সাথী পঙক্তি সোনা
ঘুম টুটেনি তার।

(তিন)
টুনটুনিটা লাফিয়ে নাচে
ছোট্ট আমের ডালে
হাত বাড়িয়ে পঙক্তি ডাকে
তাকে তালে তালে।

(চার)
পঙক্তি ঘুমায় আয়েশ করে
বাড়ির দক্ষিণ ঘরে
খেলবে বলে বিড়াল ছানা
মিউ মিউ করে।

(পাঁচ)
ফুল পাখি সব ঘুমিয়ে গেছে
তারার বাতি চেয়ে
পঙক্তির ঘুম আসেনা
এক একা শুয়ে।