পরেছ তুমি সিফনের ধূতি
চঞ্চল কৈশোরী পাড়
ছুঁয়ে দিতে চায় আমার আকাশ
ভেঙ্গে যত সংস্কার।
তাকাই ভয়ে দৃষ্টি লুকাই
কিসের তীব্র তিয়াস
বুক, মুখ, গ্রীভা শুকিয়ে কাঠ
যাচিতে সর্বনাশ।
দৃষ্টিসীমায় তোমার ছায়া
হাত বাড়ালেই পারি
ধরে দিতে চুল, এলানো খোঁপা
তথাপি ধরিতে নারি।
নিঃশ্বাস নিতে ঈষৎ কাঁপিছে
ভরাট বুকের তীর
ধূতি ছাপিয়া উছলি উঠিতে
হল বুঝি অস্থির।
কিভাবে বুঝাই সব ভেঙ্গে যায়
প্রাকার যুঝিতে নারে
সপে দিতে চাই আমার আমি
ঐ সিফনের পাড়ে।