বুকের মধ্যে উথাল পাতাল    মুখ শুকিয়ে মরুর চাতাল
                       অচিন নিজের ঘরে
ভালবাসার জানান দেব        কি করে তা বুঝতে পাব
                       কে বলিতে পারে।


বালিশ পাতা বিছান জুড়ে      গা এলিয়ে তার উপরে
                      মরফেয়াসের কাছে
নিদের তরে প্রসাদ মাগি       অন্য সকল আয়েশ ত্যাগি
                      নিদ্রা তবু মিছে।


ক্ষুধার জ্বালায় পেট পুড়ে যায়  কোন পদেই সুখ রুচী নাই
                      কেমন কেমন লাগে
অদূর বসে বন্ধু ডাকে          হাত নাড়িয়ে উচ্চে হাঁকে
       কোথায় যেন হারিয়ে বেড়াই একাই আলাগে।


প্রেম বলিতে এমন জ্বালা     ভূলোক ত্যাজি অলোক পালা
                       তার পরেও সুখ
ধরতে তারে কি পথ নেব      কেমন করে খোঁজে পাব
                       কেন সবাই মূক।

বিদ্র: Morpheus is a god of dream or Sleep