বৈশাখ চলে গিয়ে, এল মাস জ্যৈষ্ঠ
মধুমাস নাম যার, ফলে ভরা মিষ্ট
টসটসে রসে ভরা, লাল লাল লিচু দল
গাছে বসে দোল খায়, দেখে মুখে আসে জল
খোসা খুলে মুখে দিতে, তর নাহি সয় আর
কে কত পারে খেতে, লোভ সামলানো ভার।
লিচু শেষ হতে হাতে, উঠে আসে ফল রাজ
কত নামে নাম তার, ঘ্রানে রসে শত সাঁজ
রাজ্য সাধারণ, চিনে এক নামে আম
গুনিজন চেয়ে চিনে, খোঁজে নেয় দিয়ে দাম।
কাঁচা আমে লংকা, দিয়ে সাথে সর্ষে
জিভে জল আসেনা, বলে কোন মিনষে
হলুদের ফিকে রঙ, ক্রমে ভেসে উঠে গায়
হিন্দোল হাতছানি, উপেক্ষা করা দায়।
পৃথিবীর যত লোক, যত তার রসনা
তৃপ্তি নিশ্চিত, চ্যালেঞ্জ আসনা
পাকা আমে মৌ মৌ, অনুরিত চারিধার
তুচ্ছ চ্যানেল ফাইভ, কিংবা শালিমার
কাঁঠালে কত গুন, খেয়ে দেখে জেনে নিন
নতুবা পস্তাবে, জীবনের বাকী দিন
ফল তার যত মজা, তত তার বিঁচিতে
চেখে দেখ নিজগুনে, ভর্তা ও কারিতে।
ঝুলে আছে গাছে গাছে, মহূয়া কালোজাম
একবার মুখে দিলে, বুঝবে তার দাম
পৃথিবী কোথা খোঁজে, নাহি পাবে তার সই
মৃত লোক উঠে কয়, খাব আমি জাম কই।
আরো কত ফল আছে, বুকে নিয়ে তাজা রস
তার মাঝে কৃতি অতি, জলডুগি আনারস
রস তার অতি দামি, কাঁটা দিয়ে ঢাকা তাই
রসনা ও ঔষধে, তার কোন জুড়ি নাই।
রূপ রসে বুদ হয়ে, প্রেমে গলে দিবে ফাঁস
এর নাম জ্যৈষ্ঠ, রসে ভরা মধুমাস।