তপ্ত বায়ের নাভিশ্বাসে
ক্লান্ত জীবন চাকা
ন্যূজ দেহের ভার পারেনা
বইতে গুল্মলতা।
রাত্রি জাগার তীক্ষ্ণ জ্বালায়
দু'চোখ মুদে আসে
ঘুম আসেনা তবু শুয়ে
স্বস্থি পাবার আশে।
ক্ষুন্নিজ্বালা ছাপিয়ে তিয়াস
বুক শুকিয়ে কাঠ
জলের আধার উনুন ছেঁকা
অচ্ছুত গড়ের মাঠ।
মন বসেনা কোন কাজে
দৃষ্টি সমীরনে
কখন এসে দোল দিয়ে যায়
শুভ্র কাশের বনে।