কেমন করে কেটে যায় দিন
অনেকগুলো দিন কেটে যায় কেমন করে
দিনলিপির হিসাব রহিত ছুটির মতো
ঠিক যেন ঘুম থেকে উঠে দেখি ছুটি শেষ অফিস যেতে হবে
দরজায় দাঁড়িয়ে ঠাঁয় তাড়া দেবার সময়ের কাটা
নিত্য প্রয়োজনের মাইনাস তিনের চশমা ভুলে
চরে বসি অফিস বাসে।
নামহীন কুকুরের দল হল্লা করে ছুটে যায়, রোজ দেখি
কিছুই পরেনা চোখে, কখনো কোনদিন
হঠাৎ ফুটফুটে নধর কয়েকটি শাবক যোগ দেয় ওদের সাথে
চোখ সরেনা, মন ভরে যায়
ভাবি কি ভাবে গিয়েছে দিন।
পাট ভাঙ্গা শাড়ির আঁচল লুটেনা হাতে
নয়নের ক্রোধ, কামুক জ্বালা, তৃষ্ণার ডাক
সব থমকে গিয়েছে যেন
শুধু দেয়ালের তারিখ ক্রমের পুরনো পাতাগুলো অদৃশ্য উধাও
কোথায় যেন গিয়েছে সব
শুধু আমি আছি, যেখানে ছিলাম আমি।