আজ কোন কবিতা নয়
শুধুই প্রতীক্ষায় বসে থাকা
শব্দের মেঘেদের এলোমেলো ঘুরাঘুরি সারা আকাশ জুড়ে
বিক্ষিপ্ত অভীসারে
বৃষ্টির দেখা নেই।
শুভ্র ধবল পাহাড়ের দল
কি ভীষণ গতি বাণে ছুটে যায়
প্রণয়ের আবাহনে, গগণ গহীনে
মঞ্জুরিত প্রেমের কবিতা শত অনুরিত বাতাসের বাতায়নে
কান পাতি শ্রুতি মধুরতায় তলিয়ে যেতে যেতে।
আজ কোন কবিতা নয়
বৃষ্টির পানে শুধু চেয়ে থাকা
কখন জাগবে ধরা কাব্য কথন লয়ে
ফোঁটায় ফোঁটায় নামবে বলে পঙক্তির শতদল
রৌদ্রস্নানে ঝলমল
পুষ্প শাখায় স্তিমিত আলো স্থির হয়ে চেয়ে অপলক
সিক্ত পাতার আদুল গায়ে মুগ্ধ হয়ে।
আজ কোন কবিতা নয়
আজ হারাতে মন দিলাম ছেড়ে
দূরে, অনেক দূরে।