কি এক আর্তি কাঙ্গালের ঘরে
দুঃখির আঙ্গিনা উঠেছে ভরে
অসহায় কান্না আর বুক চাপা দীর্ঘশাঃস
বিমূর্ত মুরতি উঠেছে জেগে
ভেঙ্গেছে ঘুম যেন চাপা ক্ষোবে
পাপির পাপে অসহায়ে উঠেছে নাভিশ্বাস।
রক্ত ঘামের নিদারুন দামে
জমানো সঞ্চয় কিছু মোটা ধানে
ক্লান্ত জীবন বয়ে নিয়ে যাবার তীব্র ভীষণ বাজী
ভেসে গেল সব এক চোরা স্রোতে
মাচা, চাল, খুঁটি পারেনি রাখিতে
ছেলেটারে ধরে হাতের উপর ঘরটারে দিল ত্যাজি।
অসহায় চোখে সমূখে তাকায়
থৈ থৈ জল কূল যেন নাই
উথাল বুকের কাঁপন লয়ে জাগে রাক্ষুসী
শুষে করে পান জীবনের তাজা প্রাণ
কেড়ে নিতে হানে ক্রুড় কৃপাণ
জাগে আর্তনাদ করুণ প্রমাদ চরাচর ভেদী।