ডুবিবো তোমার জলে তোমায় হেরিতে পলে
ভুলে যত দ্বিধার তিমির
সব কিছু তুচ্ছ অতি নেই তবু কোন ক্ষতি
আলো আসে দেখি আগামীর।
পরে আছি ভুল পথে দ্বন্দ্বের অপঘাতে
লুন্ঠিত উন্নত শির
জড়তার শ্লোক ছুড়ে নব্য গানের সুরে
আলো আসে দেখি আগামীর।
জীবন শুকায়ে যাবে প্রাণ বায়ু শুষে নেবে
বয়ে আনে বিষে নীল তীর
ভুলের পাহাড় আছে নিত্য নিজের কাছে
তবু আলো দেখি আগামীর।