জীবনের আল ভাঙ্গা পথে থমকে গিয়েছি থেমে
সুন্দরে ভিজেছি বলে ভুল করে
হাটা পথে যেতে যেতে আপ্লুত কত সুন্দরে
দু'চোখ ভরেছে মোহে
প্রান্তরে লুকনো নিরব রূপের মায়া মন কাড়ে
আরো কত কি, কত হাতছানি
মুগ্ধ আমি ডুবে যাই, হাতরাই অঠাঁই জলে।
বিশ্ব সংসার তছনছ করে তুলে আনি কাব্যের ঝংকার
সতেজ বেহালার তার, নতুন ছড়ের কেশ
তবু তা কেবল বিহাগের গানই গায়
কষ্টের আচরে স্বপ্নের রং চড়াবার খেলা
অহেতুক অপারগ হয়ে থেমে যায়।