খুব অভিমান হয়েছিল গতকাল কবিবর অজিতেশ নাগের উপর। নিতান্ত নতুন আমিও আসরে নিয়মিত হতে পারছিনা, তথাপি যখই আসরে আসি আমার চোখ যে কজন কবিকে খোঁজে তাদের মধ্যে কবি অজিতেশ অন্যতম। কাল যখন তাকে দেখলাম, হুমরি খেয়ে পড়লাম, আর আমাদের হৃদয় মথিত মতামতের কোন স্থানই যে তার কাছে নেই দেখে ব্যাথিত হলাম। আমাদের সাথে এই কষ্টের খেলায় তিনিও সমান ব্যাথিত একথা নিশ্চিতভাবেই বলা যায়। তবু কেন মনের কোনে কষ্ট চেপে আমাদের কষ্ট দেওয়া?
আসুন আবার ভাসি কবিতায়, বাদল যে ডাকে।
আজ বাদলের আবাহনে
আসুন ভাসি, ভাসই সকলে।
একই সাথে সকল কবিদের আজ বাদলের আবাহনে সাড়া দিতে অনুরোধ রইল।