মেয়ে তুমি যাচ্ছ কোথায় বল
গায়ে এমন খয়রী পাড়ের ধূতি
গাঁটে বেধে সিন্দাবাদের নায়ে
ধবল তুলোর শতেক বোঝাই আঁটি।
শুভ্র বসন ভাঁজের মাঝে উঁকি
দেয় দেখি চাঁদ রাতে দিনে রবি
আঁচল মেলে তাদের টেনে এনে
সফেদ নীলে সাজাও রঙএর ছবি।
তীব্র ভীষণ ক্ষীপ্র চলার পথে
ক্ষণিক থেমে অনিন্দ্য শ্যামবীথি
ছায়ায় মোড়ে স্নেহের কলস ঢালি
সিঞ্চনে হয় তৃপ্ত তৃষিত মাটি।
কোথায় যেন যেতে ভীষণ তাড়া
আবার জাগে পালে মাতাল হাওয়া
সাদা বকের সাথে সাথে চলে
দেশান্তরে সুপ্ত গোপন চাওয়া।
পিয়াস চাপা চাতক তৃষ্ণা বুকে
শিয়ালকাটার ঝোপের দীঘল সারি
পরে রহে ঊষর বালুর চরে
তপ্তাকাশে তাকায় মাগে বারি।
তোমার কভু হয়না সময় তাতে
দেখতে কেমন জীবন তাদের কাটে
নাচের তালিম তোমার যেমন আছে
নাচ তুমি তেমন ঢং এর নাচে।