একটি নতুন দিনের প্রত্যাশায় ঘুম ভাঙ্গে রোজ
চেয়ে দেখি সূর্য উঠেছে ঠিক, টকটকে লাল
যেমন দেখেছি রং বৈশাখের প্রথম দিনে ওর সিঁথীর নিচে
গাঢ় লালের শিখা ফিকে হয়ে এসে ঝলসে দেয় চোখ
বুঝি বড্ড দেরি হয়ে গেছে।
এভাবেই দেরি হয়ে যায়
জীবন থেকে হারিয়ে যায়
ভালবাসার গান, দেবতার পূঁজা
সুন্দরে ভেসে যাওয়া অনূঢ়া কবিতা।
তথাপি
কোথায় যেন আটকে থাকে পিছুটানের সূঁতো
সকালে ঘুম থেকে উঠি কিন্তু সূর্য দেখা হয়না।