(বিভিন্ন কবির কবিতার মন্তব্যে দেয়া কিছু লাইন এখানে মন্তব্য সংকলন-৬ হিসাবে সন্নিবেশিত করা হল:)

এক
ভাল বলুন থাকি কেবা
পাইনা খোঁজে তাল
কাব্য বিনে যায় যে সময়
যায় পেড়িয়ে কাল।

দেখি রোজই হচ্ছি বুড়ো
কমছে চোখের জোড়
মনের ভাষায় তেজ জেগে নাই
খুঁড়ি ছড়ার গোড়।


দুই
বর্ষায় ভিজে গেছে মন
ভিজেছে তপবন
একাকি দাঁড়িয়ে তাহে
(দেখি) মেঘেরা তাকিয়ে রহে।


তিন
বর্ষায় ধুয়ে যাক
যত গ্লানি ক্লেশ
জেগে থাক শতত
সুখেরই আবেশ।

চার
আমি তো হীন এক
অতি তুচ্ছ দীন
তবু আশা বেঁধে রাখি
মানুষ হবেই স্বাধীন।


পাঁচ
না হয় গিয়াছে অনেকটা দিন
সময় অকালে হয়েছে বিলীন
কুয়াশা হয়েছে ভারি
তবুওতো কত কথা রয়ে গেছে
স্বপ্নে আঁকা ছবিটা রয়েছে
এখনো অন্তরে।