নিচে নদী
মায়াবি চেখের ভ্রুকুটি হাসি
বাঁক নিয়ে চলে তৃষ্ণার জল নিয়ে।
স্বচ্ছ ফটিক জল
আদরে লুকানো সোনার রশ্নি
কাঁকড়ে রেখেছে ধরে।
তার পাশ ঘেঁষে
পাতায় পাতায় কোলাকোলি আর শাখে শাখে হাত ধরি
ঠায় দাঁড়িয়ে হরিৎ মাটির বুক।
ষোড়শির দেহের ভাজে যেমতি লুকায় লাজে
সুন্দরের অহমিকা
তেমনি রয়েছে সেজে; সবুজের গালিচা।
তন্বি গায়ের বাঁধন টুঁটিয়া হাওয়ায় উড়িছে শাড়ি
বাতাসে মেলিয়া পাখা, যাবে কোথা নেই তার জানা
শাড়ি উড়ে যায়, ছোঁয়ে দিতে চায়
স্বর্গের সীমানায়।