ভিজে গেছে বর্ষায় যত পথ ঘাট
নদীর দু'কূল ভাসে জলে ভরা মাঠ
দুর্বার ঘন বনে এক হাটু জল
স্বচ্ছ ফটিক সম করে টলমল।

সবুজের বুক চিরে ছোট মেঠো পথ
শাড়ি টেনে যেতে বধূ করে কসরত
ছলকে ছলকে উঠে পায়ে ঠ্যালা জল
ঘার ফিরে পিছে চাহে হাসে কলকল।

উঠোন পেড়িয়ে নিচে ঘরের পাশে
ছোট ছোট ছেলে মেয়ে মাতে উল্লাসে
কি সুখে এমন খুশি ওরা ঐখানে
চেয়ে দেখি কৈ পুঁটি আসে উজানে
কে কত নিতে পারে ধরে এ বেলা
তাই নিয়ে ছোটাছোটি জমেছে খেলা।

অসম্পূর্ণ