আমি চাই অন্যরকম বন্য-রকম
ফিনিক্স পাখি;
আমি চাই হৃদয়চেরা উষ্ণস্রোতের
হরিন-আঁখি।
আমি চাই ফিদা হোসেন যামিনী রায়
রঙের তুলি;
আমি চাই প্রাচীনতম উর্দূ ভাষায়
প্রেমের বুলি।
আমি চাই পশলা খানেক বৃষ্টি হয়ে
ভিজুক শহর;
আমি চাই সাঁওতাল গাঁয়ে সোঁদা-মাটির
গন্ধে ডহর।
আমি চাই নীলের নদে সত্তাগুলো
বিকিয়ে দিতে;
আমি চাই তোমার চোখে ভিনগ্রহী এক
মানুষ হতে।।