সেই সব স্বপ্ন, শৈশব, ফেলে আসা মাঠ,
কাঠপোড়া রোদের দুপুর,
ফেরিওয়ালাদের হাঁক-ডাক,
কাদামাখা বৃষ্টিভেজা ঘ্রাণ।
পূজোর সকালের সেই চেনা ছবিগুলো;
প্রথম প্রেমের আস্বাদ,
ইতস্তত ছড়িয়ে থাকা
হৃদয়ের টুকরো কুড়োতে শেখা;
প্রবাহমানতার ভীড়ে আজ সব অস্পষ্ট।
তবু সব স্মৃতিতেই মিশে তুমি
রোজনামচায় বা অনিত্যে ,
আমার অন্ধকার সরনী'তে অবিন্যস্ত আলো হয়ে ।।