নির্দিধায় রক্ত লাগে
শিমুল,পলাশ,কাশের বনে;

নির্বাক সব অনুভূতি আজ
জমাট বাঁধা ঈশান কোনে।

নিরপরাধ-অপরাধের
ভীড়ে হারায় স্বত্তা আমার;

নিস্তার নেই আদিম খিদের
চাগাড় দিয়ে বাড়ছে আবার।

নির্মূল যত প্রণয়-আবেগ
সঙ্কীর্ণতা মিথ্যাচারে;

নিষ্পলক দৃষ্টি শুধুই
শূন্য থেকে শূন্যে ঘোরে।।