বাইরের লোক, বাইরেই আমি
ভেতরে শুধুই আমরা-ওরা,
জনস্রোতের মিছিলকে ঘিরে
এদিক ওদিক শুধু রং ছোঁড়া।
যে যার নিজের সিদ্ধিলাভে
মুখোশ নিয়ে ভীড়ছে এসে
আমজনতার মিছিলে তাই
রং, প্রতি রং স্বার্থ মিশে।
তবু প্রতিবাদ যাদের বুকে
উন্নত শির গর্জে তারাই;
আমি সব দেখি দর্শক ন্যায়,
অক্ষমতাই আমার দোহাই।
মোর নাম আজ এই বলে খ্যাত,
চিরাচরিত বাইরের লোক;
শব্দ নিয়েই প্রতিবাদ যত,
শব্দেই বলি সুবিচার হোক।
দেওয়ালে পিঠ ঠেকবে যেদিন,
সেদিনই পতন 'বাস্তিল'-
শিরদাঁড়াটুকু টানটান রেখ,
নুইয়ে গেলেই মুশকিল।
বাইরের লোক, বাইরেই আমি
অপেক্ষমান চোখ,
পিঠে টান পড়ে হওয়ার আশায়
জেহাদ ভূমির লোক।।