তোকে খায় না মাথায় দেয় তা অনেকেরই আজও অজানা।
জঠোর যন্ত্রনায় আর তোকে নিয়ে শিহরণ জাগে না এ মনে।
তুই বেকারত্ত্বের ভীড়ে,কিংবা ভেন্ডারে শব্জী নিয়ে;
তুই এসি গাড়িতে করে স্লটলেক,বা কপ্টারে উড়ে গ্যাংটক।
তুই কখোনো ব্লাড ব্যাঙ্ক, আবার সেই তুই- সুইস ব্যাঙ্ক।
তুই কোনো এক নাম করা চাচার বুকের গোলাপ,
কিংবা আঙুলের ছাপ কোনো এক ধর্ষিতার বুকে ।
তুই আইনক্স এ প্রেমিকার গালে প্রেমিকের আঁকিবুকি,
তুই বাসে আর ট্রামে ঘেমো গন্ধে সোঁদা জীবন যাপন।
তোকে পেয়ে কি পেলাম, আর হারালো ঠিক কি কি??
হিসেব নিকেশ বড় কঠিন; সব মন্দ ভালোয় নিঙড়ে আছিস তুই।
তার চেয়ে বরং সবকিছু কে ভুলে আয় আবার তোর কোলে মাথা রাখি,
তুই আমার *"স্বাধীনতা" , তুই আমার **"শ্বাধীনতা" ।।
*স্বাধীনতা (সকলের জানা)
**শ্বাধীনতা(শ্বাপদের অধীনতা __ অভিধানের বাইরে গিয়ে নিতান্তই আমার ভাবনায়)