অনভিপ্রেত বাস্তব,অপূর্ণ স্বপ্নের ধ্বনি
অবিরাম বলে যায়;
মৃত্যু তুমি সবচেয়ে ভালো।
নিস্তব্ধ হিমেল রাতে,দীপ জ্বেলে
আমি বিছানায়;
চোখের তারায় জমা নিশ্ছিদ্র অন্ধকার কালো।
মৃত্যুর প্রেম-পাশে সব ভুলে হঠাৎ স্থবির,
এই কালো অবিনশ্বর;ধমনী শিরার স্রোতে
মিশে যায় অবিরত -
চিরদিন হয়ে রয় স্থির।
এমন গভীর রাতের এ সহজ অনায়াসে,
এত নিবিড় কাকে পাবো বলো?
সাপের খোলস ছেড়ে,প্রেম-অপ্রেম হতে দূরে
মৃত্যু তুমি সবচেয়ে ভালো।
** কবিতার তথাকথিত নিয়ম ভেঙেই লিখলাম, তাই ক্ষমাপ্রার্থী ।