শব্দের বেড়াজালে তুমি বন্দী হওনি আজও,
শব্দ ভেঙে এগিয়ে যাওয়াই
তোমায় আলাদা করে সবার থেকে।
তবু প্রেম আসে না তোমার নামে।
তুমি এখনো অযাচিত,অবাঞ্ছিত;
আমার জগতে তুমি কাম্য নও।
মনের নিভৃত কোনে,কোথাও যেন
একটা সূক্ষ অনুভূতি কাজ করত।
আড়ষ্ট হয়ে উঠতাম তোমার ভাবনায়।
সেই আড়ষ্টতাকেই পাথেয় করেছি আমি;
আজ আমি মুক্ত,স্বতস্ফূর্ত।
তোমার জন্যে রেখে গেলাম
কিছু জরাজীর্ণ ভাঙা শব্দ, আর
প্রেম মিশ্রিত ঘৃণা।