তোমার ম্লান চোখের সরল চাহনি
সব ক্লান্তি,বিহ্বলতা হতে স্নিগ্ধ
করে আমায়; যেমন নদীর জল
স্নিগ্ধ করে তার তটভূমিকে।
মনের অপূর্ণ আকাঙ্ক্ষারা সাড়া দেয়,
নাড়া দেয় নিরন্তর; যখন নক্ষত্রের নীচে
তোমার হাতটি ধরে গল্প শুনি শিশির কণা
অথবা শিলাবৃষ্টির।
তোমার অস্তিত্ব হয়ে ওঠে আমার পূর্ণতার
একমাত্র আশ্রয়স্থল।
আমার প্রত্যয়ের পরিভাষায় আগুন জ্বলে-নেভে
আবছা অবক্ষয়ে।
তবু এ মনে শান্তির আস্বাদ, যখন সূর্যডানায়
ভর করে তুমি নেমে আস;
আমার অন্ধকার রক্তস্রোতে।