তোমার মধ্যে তুমি আমার মধ্যে আমি-
মিলে মিশে আজ শুধু ধোঁয়া উড়ে যায়।।
তোমার হাতে আমি আমার হাতে তুমি-
ছেড়ে যাই আজ শুধু বাতাসের পায়।।
তোমার মধ্যে তুমি আমার মধ্যে আমি-
মিলে মিশে আজ শুধু ধোঁয়া উড়ে যায়।।
তোমার কথায় আমি আমার কথায় তুমি-
শোনে শুনে আজ শুধু নীরবতা বাজে।।
তোমার স্বপ্নে আমি আমার স্বপ্নে তুমি-
দেখে দেখে আজ শুধু নিদ্রা হারায়।।