চেনা নেই জানা নেই তবু হয় বন্ধুত্ব।
শুধু কথাই মেটাতে পারে সমস্ত দূরত্ব।
মনের মাঝে অগোছালো যত কথা ,
এক মুহূর্ত না পেলে মনে লাগে ব্যথা ।
বন্ধু মানে তোমার আমার হঠাৎ পরিচয়।
বন্ধু মানে মনের কথা বলতে কিসের ভয়।
এই পৃথিবী তোমার আমার, হতে পারে পারে বন্ধুত্বের ভাগি দার।
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে-
স্মৃতি থেকে হারিয়ে যায় সমস্ত কিছু।
তবুও মন হটতে চাই না পিছু।
কেটে যায় আমার সকাল - রাত।
ভরবে জীবন তোমার হাতে রেখে আমার হাত।
তোমার কথা মনে পড়ে ঘুমাটি যখন আসে।
তোমার কথাই সকাল হয় সূর্য্যি যখন ওঠে।
তুমি কি পারনা আমাকে করে রাখতে আচ্ছন্ন?
তোমার সব অনুভূতিতে যা কখনো হবেনা অবসন্ন।
স্মৃতি থেকে হারিয়ে যায় সমস্ত আবেগ।
মন বলে তুমি আসবে তুমি আসবে,
যেখানে নেই তুমি-আমি আছে বিস্তৃত সাদা মাঠ আর বুক ভরা হাহাকার।।