ছড়িয়ে ছিটিয়ে আরো আট দশ লাশের পাশে
বেওয়ারিশ দেহাংশের ছায়াতে ছোঁয়াতে মটকা মেরে
দেখেছি -
দেখেছি
চারপাশ বদ্ধ যমঘরের ভিতর অসীম সমাজতন্ত্র
বাইরে অসভ্যতার চূড়ান্ত
চারপেয়ে জন্তুর বিভীষিকা
ধারালো নখর লাল চোখে হিংস্রতা
প্রতি রাতে যমঘরে থেকে
প্রতি ক্ষণে বাইরে জন্তুর দলে মিশে যেতে পারি
অন্ততঃ মিশে যেতে ইচ্ছে করে !