শুনলাম -
শহরটায় নাকি ভেনিস এসেছে
থৈ থৈ এ ঘর থেকে সে ঘর
ডাইনিং টেবিল নৌকো হয়েছে
পথ উঠে পড়েছে সিঁড়ি তক
যমঘর থেকে বেরিয়ে পড়েছে
মৃত খন্ডাংশ
স্যালাইনের শূন্য শিশি সাঁতরাচ্ছে
ঋতুমতীর ন্যাপির পাশে
মন্দ কি আর হল ভাই
সাদা আর কাদায় মিলে
এল সত্যিকারের সাম্যবাদ
একই ঘাটে এল গোরু আর বাঘ
ক'খানা নৌকো ভাসাতে পারলে
দোঁহায় মিলে চলো
স্প্যানিস গাই
যাতে স্টকহোম ভুল করে পথ না ভুলে যায়
সামনের মাঘে