প্রপাত থেকে ডানা মেললো রাত প্যাঁচা
চোখের ভিতরে তার সুনামীর উচ্ছ্বাস
রতিক্লান্ত শ্বাস নাসিকা গহ্বরে
আমার দিকে তাকিয়ে রইল ট্যারা
আকাশের ডালে বসে ,
স্রোত থেকে সাঁতার শেষে হামাগুড়ি
দিয়ে এল শকুন আধুনিক শব্দগুচ্ছ মেখে
চক্ষুতে তার অজস্র পেগের ঘুম
এরা সক্কলে ধমকায়
নিদ্রা শেষে দেখি
শুয়ে আছি চিতায়
মুখাগুনের জন্যে অপেক্ষায়
আল্ট্রা কবির অদ্ভুত হরিনাম ।