উত্কট ।
এখন চারপাশে লোম-খাড়া শুন্যতা ।
ধোঁয়ায় ধুয়ে আসে দগ্ধ মাংসের গন্ধ ।
উত্কট বিবমিষা ।
পেছনে উলঙ্গ বৃক্ষ ।
পাতা উড়ে গিয়েছে ইচ্ছে মতো ।
একা দাঁড়িয়ে । নিরুপায় ।
গুলিয়ে যায় । গুলিয়ে উঠছে ।

অঝোরে ভিজতে চাই ।
ভিজতে চাই । ভিজতেই চাই ।
উলঙ্গ বৃক্ষের মত ।